মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভাইকে বাঁচাতে গিয়ে শরীফ মিয়া (৬০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন । উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সাদত আলীর ছেলে। পুলিশ সুরতহাল শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে মিঠাপুকুর গ্রামের নিহত শরীফ মিয়ার ছেলেরা তার চাচা শহিদ মিয়ার সঙ্গে বাড়ির সীমানা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় শরীফ মিয়া ঝগড়া থামাতে গিয়ে আহত হন । আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ নিহত শরীফের লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার এসআই আব্দুল মোতালেব বলেন, নিহতের শরীরের হাতে রক্তাক্ত আঘাতের চ্হিৃ পাওয়া গেছে। খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। তবে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।