শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

আগামী ১৪,১৫ ও ১৬ জানুয়ারি চুনারুঘাটে মুড়ারবন্দ দরবার শরীফে ৩ দিন ব্যাপী বার্ষিক ওরস

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর :

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ঐতিহ্য বাহী মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফে আগামী ১৪,১৫ ও ১৬ জানুয়ারি ৩ দিন ব্যাপী ৭০২ তম বার্ষিক পবিত্র ওরস অনুষ্ঠিত হবে।

এদিকে করোনা কালীল সময়ে পবিত্র ওরস তেমন পালন না হলেও এবার মুড়ার বন্দ দরবার শরীফে কঠোর নিরাপত্তায় দিয়ে থাকবেন ডিবি পুলিশ , থানা পুলিশ প্রশাসন , মোতাওয়াল্লী ও খাদেমদের নিয়োগকৃত স্হানীয় অসংখ্য সেচ্ছাসেবককর্মী ।

উল্লেখ্য , সিলেটে চিরনিদ্রায় শায়িত রয়েছেন হযরত শাহ জালাল ( রহঃ) ইয়ামিন ভাগনা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী মহান ইসলামী বীরপুরুষ সিপাহ সালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন ( রহঃ ) মদীনা শরীফে জন্ম গ্রহন করেন এবং তিনি বাগদাদ শরীফে বসবাস করতেন ।

প্রাচীন ইতিহাসের আলোকে তিনির জন্ম আনুমানিক ১২৫০ খ্রীষ্টাব্দে । বাগদাদ থেকে তিনি ভারতের দিল্লীতে এসে সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে ফৌজদারি বিভাগে যোগদান করেন । দিল্লীর সম্রাট তার কামলিয়াতের পরিচয় পেয়ে শাহী সৈন্য বাহিনীর নেতৃত্বে গ্রহন ক্রমে সিলেট বিভাগকে বিজয়ের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার জন্য অনুরোধ করেন ।

সিলেট বিভাগকে বিজয়ী হযরত শাহ জালাল ( রহঃ) সাথে পথিমধ্যে মোলাকাত হয় এবং মুসলমানদের উপর গৌড় গোবিন্দদের অত্যাচারে এই সংবাদ ব্যথিত হয়ে শাহী সৈন্যদের সঙ্গে যোগদান করতে সম্মতি প্রকাশ করেন । আল্লাহর রহমতে ৭০৩ হিজরি ১৩০৩ খ্রীষ্টাব্দে সিলেট বিভাগকে বিজয়ী করেন ।

পরে অত্যাচারী রাজা আচক নারায়ণ সমুচিত উপযুক্ত শিক্ষা দিতে একদল মুজাহিদ বাহিনী সহ শাহী সৈন্যদের নেতৃত্ব দান করেন বাংলা আসামের বিভিন্ন ময়মনসিংহ জেলার আংশিক , কিশোরগঞ্জ জেলার আংশিক , বি- বাড়িয়া জেলা আংশিক , সুনামগঞ্জ জেলার আংশিক , মৌলভীবাজার আংশিক ও হবিগঞ্জ জেলা এলাকা নিয়ে প্রাচীন তরফের মুল রাজধানী হবিগঞ্জ জেলায় ।

তরফের মুল রাজধানী হবিগঞ্জের পাঁচটি মুসলমান পরিবার বংশধর মর্যাদায় অত্য অত্যন্ত গৌরবান্বিত , যাহা হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর হাবেলী , সুলতানশী হাবেলী , পৈল হাবেলি , শায়েস্তাগঞ্জ উপজেলা দাউদ নগর (বড়, মধ্যম ও ছোট ) হাবেলি , চুনারুঘাট উপজেলা নরপতি – মুড়ার বন্দ হাবেলী । এই ৫টি হাবেলী থেকে পরবর্তী কালে বিশাল তরফ রাজ্য ভাগবাটোয়ারা হয়ে পরগণা সৃষ্টি হয় । এর পরে মোগল সম্রাট আমলে হবিগঞ্জ সদর উপজেলা লস্করপুর হাবেলী ও বাহুবল উপজেলা কোর্ট আন্দর হাবেলীতে তরফের রাজধানী দেওয়ানী ভার অর্পিত হয় ।

এ সময় তরফ এলাকা হতে ১২ টি পরগনা খারিজ হয়ে যায় । অতপর সিপাহ সালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন ( রহঃ) তরফ রাজ্যের শাসনকর্তা নিযুক্ত হয়ে রাজধানীর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মুড়ার বন্দ ১২০ আউলিয়ার দরবার শরীফ স্হান হিসেবে সমগ্র দেশ ও বিদেশে সুপরিচিত ।

আর এই মুড়ার বন্দে পবিত্র স্হানে চিরনিদ্রায় পূর্ব – পশ্চিমে শায়িত রয়েছেন প্রধান সেনাপতি তরফ রাজ্য বিজয়ী সিপাহসালার ( মাদিনী ) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) , হযরত সৈয়দ শাহ ইসরাইল ওরফে শাহ বন্দেগী ( রহঃ) , হযরত সৈয়দ শাহ ইলিয়াছ ওরফে কুতুবুল আউলিয়া ( রহঃ) , বন্দেগী সৈয়দ শাহ দাউদ ( রহঃ) গং ১২০ জন ওলি – আউলিয়াগণের চিল্লা স্হাপন করেন । সিপাহসালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) তিনির জীবনে কোনো দিন ফজরের নামাজ কাযা হয়নি ।

তিনি গৌড় গোবিন্দদের লৌহ ধনুতে ছিলা সংযোগ করেছিলেন , তার মৃত্যুর পর মুসলমানদের কাফনের নিয়ম অনুযায়ী উওর দক্ষিণে না দিয়ে পূর্ব – পশ্চিমে দেয়ার জন্য ওয়াদা ব বদ্ধ করেন । কিন্তু তৎকালীন স্হানীয় ওসামায়ে কেরামগণের নির্দেশে উত্তর – দক্ষিণে মৃত দেহ দাফন করেন ।

অথচ দেখা গেল কাফনের পর কবর স্থান থেকে ৪০ কদম দূরে স্হানীয় ওবামায়ে কেরাম ও মুসল্লীরা জানাজা নামাজ শেষে সিপাহ সালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন ( রহঃ) কথা মত মাজার বিকট এক শব্দের পর পূর্ব – পশ্চিমে হয়ে যায় । তাই সিপাহ সালার হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) এর মাজার শরীফ মুড়ার বন্দ পূর্ব – পশ্চিম বৃদ্ধ মান রয়েছে । তাই এই মাজারে অতিমনোরম প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পাঁচ শতাধিক জামগাছের সুশীতল ছায়ায় শায়িত আছেন ওলি – আউলিয়াগণ ।

আগামী ১৪ জানুয়ারি সকালে মাজার কমিটির মোতাওয়াল্লী শাহসুফী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ সফি চিশতি প্রথমে মাজার শরীফে গিলাফ ছড়ানো মধ্য দিয়ে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ।

১৬ জানুয়ারি সকালে রওজা গোসল শেষে রাত ১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ওরসের সমাপ্তি হবে । আশেকান ভক্ত বৃন্দ মুড়ার বন্দ দরবার শরীফে পবিত্র ওরসে কোনো কিছু দান করলে , কাহারো কাছে না দিয়ে সরাসরি দরবার শরীফে মোতাওয়াল্লী কাছে ০১৭১৬ – ১৩ ৭৯ ৬১ যোগাযোগ করে দিবেন।

উক্ত ৩ দিনের বাৎসরিক পবিত্র ওরসে সফলের লক্ষ্যে সারা দেশের আশেকান ভক্ত বৃন্দদেরকে আমন্ত্রণ জানিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুড়ার বন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!