চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান সেচ্ছায় বৃহস্পতিবার হবিগঞ্জ কোর্টে জামিনের জন্য হাজির হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে চুনারুঘাট উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ।
এতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহব্বাহক মোঃ নবীউর রহমান অপূর্ব, যুগ্ন-আহব্বাহক সাইফুল ইসলাম ইমন ও কলেজ ছাত্রদলের যুগ্ন-আহব্বাহক মতিউর রহমান সোহাগসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।