চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার (২ নম্বর ওয়ার্ড) বড়াইল গ্রামের বাসিন্দা “বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ” হবিগঞ্জ জেলা শাখার সদস্য, কবিরাজ বিধান আচার্য্য ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। “(দিন্যাণ্ লোকাণ্ স্ব গচ্ছতু)” তিনি দিব্য লোকে গমন করুণ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। বুধবার দিবাগত রাত ১,১০ মিনিট সময় ইহলোক ত্যাগ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তান, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গুণগ্রাহী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।