আলমগীর কবির, মাধবপুর থেকে :
হবিগঞ্জের মাধবপুরে কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের মেয়র পদক ও সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।
পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সঞ্চালনায় ও ফুলকলি কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ সাইফুল ইসলাম মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ,প্রচার সম্পাদক এরশাদ আলী ,যুবলীগের সহ সভাপতি হেলাল মিয়া,প্রমোদ মালাকার,কাউন্সিলর মোবারক উল্লাহ,বকুল ঋষি , প্রভাষক পার্থ প্রতীম সোম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিক্ষার্থীরা।
মাধবপুরে প্রতি বছর এ ধরনের উদ্যোগ নিলে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে এবং পাঠ্যবইয়ে আরো বেশী মনোনিবেশ করবে বলে মনে করেন উপজেলার সুশীল সমাজ।