চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বছরের প্রথম দিনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩০ হাজার শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। বদলে গেছে তাদের পড়াশোনার প্রচলিত পদ্ধতিও। এজন্য নতুন পাঠ্যক্রমে মনোনিবেশের জন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
তিনি রবিবার বছরের প্রথম দিনে চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলায় বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহবান। তিনি বলেন, করোনার মহামারী ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবেলা করে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের হাতে আজ ৩৮ কোটি বই তুলে দিয়েছেন। সরকার শিক্ষাকে গুরুত্ব দিয়েই এসব কাজ করে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, সাবেক চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, শিক্ষা কর্মকর্তা শামছুল হক ও প্রধান শিক্ষক সুজিত কুমার দেব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মহলাদার, সাধারণ সম্পাদক আবুল খয়ের, উপজেলা আওযামীলীগের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি কামরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী ও সাধারণ সম্পাদক সায়েম তালুকদার।
এর আগে প্রতিমন্ত্রী প্রথমেই অগ্রনী উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে তিনি উপজেলার দক্ষিনা চরন পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।