প্রেস বিজ্ঞপ্তি:-
প্রবাসে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আফরাজ আফগান চৌধুরী’র মৃত্যুতে শব্দকথা২৪.কম ও শব্দকথা প্রকাশন এর শোক প্রকাশ।
শোক প্রকাশ করেন শব্দকথা’র সম্পাদকীয় উপদেষ্টা মিলন রশীদ, প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েস, সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, নির্বাহী সম্পাদক সোহেল আমীন।
শোক বার্তায় শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, “জেলা আইনজীবী সমিতি’র সাবেক সভাপতি ও সাবেক পিপি এডভোকেট আফরাজ আফগান চৌধুরী ছিলেন হবিগঞ্জের একটি অবিস্মরণীয় নাম। আজীবন মানুষের সেবায় নিবেদিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় লন্ডনে অবস্থানকালে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে দেশের পক্ষে জনমত তৈরিতে নিরলস ভাবে কাজ করেন। তিনি একজন সুবক্তা হিসেবে ছাত্র জনতার কাছে খুবই পরিচিত ছিলেন। তাঁর আহবানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বহু মহিলা স্বর্ণ গয়না বিক্রি করে তাঁর মাধ্যমে তৎকালীন অস্থায়ী সরকারের ফান্ডে অর্থ জমা দেন। এই কৃতিসন্তানের মৃত্যুতে হবিগঞ্জের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
সাংবাদিক মিলন রশীদ বলেন, “চুনারুঘাটের কৃতিসন্তান, বহুধা মেধার অধিকারী ছিলেন আফরাজ আফগান চৌধুরী। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি লন্ডনে আইন পেশার উচ্চ ডিগ্রী নিতে গিয়েছিলেন। বাঙালির উপর পাক হায়েনাদের নিরীহ জনতাকে নির্বিচারে, হত্যাযজ্ঞ আর ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে বৃটেনের রাজপথে নেমে পড়েন। অর্থ সংগ্রহ, পত্রিকা প্রকাশ, সতীর্থদের নিয়ে অনশন করেছেন। যা বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বিশ্ব পরিমন্ডলে ব্যাপক ভূমিকা রাখে।”
উল্লেখ, গত জুলাই মাসে তাঁর লেখা বহুল পঠিত গ্রন্থ “৭১ এ প্রবাসে আমি ও আমরা” প্রকাশিত হয় শব্দকথা প্রকাশন থেকে।