মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
খেলোয়াররা দেশকে বিশ্বের মানুষের হৃদয়ের গভীরে নিয়ে যেতে পারে। বিশ্বকাপে বাংলাদেশ ছিল না। কিন্তু বিশ্বকাপে আলোচনায় ছিল বাংলাদেশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ফুটবল খেলা প্রিয় মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। দর্শক হয়ে পতাকা উড়াবে এটা আমরা আর চাই না।
খেলোয়ার হচ্ছে একটি দেশের এম্বাসেডর। আমরাও চাই বাংলাদেশের ফুটবল দল বিশ্বকাপ খেলবে। স্বপ্নদ্রষ্টা শেখ কামাল এর নেতৃত্বে ফুটবল দেশে আধুনিকায়নে রূপ নিয়েছে। খেলাধুলা শরীর সুস্থ রাখে ও ছাত্রছাত্রীদের অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উপজেলা পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মান করা হচ্ছে।
খেলোয়ারদের জন্য স্টেডিয়াম গুলো উন্মোক্ত থাকবে। যেন সবাই খেলতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল এম.পি আজ শনিবার সকালে হবিগঞ্জের মাধবপুর শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
আলোচনায় সভায় গেস্ট অব অনার ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান, মাধবপুর ক্রীড়া সংস্থার সেক্রেটারী মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু, মিজানুর রহমান অনিক প্রমুখ।
উল্লেখ্য জাতীয় ক্রীড়া সংস্থার অর্থায়নে ৪ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে মাধবপুরে ষ্টেডিয়াম টি নির্মিত হবে।