সৈয়দ সালিক আহমেদ :
আমার ৯২ নব্বই বছর বয়সে এসে আমি মেশিনে ভোট দিলাম। বাড়ীতে থাকার সময় আমার ছেলে মেয়ে আমাকে বলছে এবার মেশিনে ভোট দিতে হবে, সিল মারার ব্যবস্থা নাই। এটা নিয়ে আমার খুব আগ্রহ ছিল, মেশিনে কিভাবে ভোট দিব। সারা জীবন দেখে আসছি ভোটের রুমে অফিসার কাগজ ছিড়ে দিছেন আর আমি ভিতরের রুমে গিয়ে সিল মেরে বাক্সে ভরে দিছি।
অনেক ভয় আর শংকা নিয়ে এবার ভোট দেওয়ার জন্য মেশিনে চাপ দিলাম, মেশিন থেকে বলে দিছে আমার ভোট হইছে কি না। কনকনে শীত আর কোয়াশাচ্ছন্ন সকালে হাতের লাটি আর মেয়ের সহযোগিতায় শায়েস্থাগঞ্জ উপজেলার নুরপুর উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা ফাতিমা বিবি একথা গুলো বলেন। যদিও মহিলা ভোটারের দীর্ঘ লাইন ছিল, তথাপি ফাতিমা বিবিকে সবাই আগে ভোট দেওয়ার সুযোগ দিয়েছে।
এসময় তিনি আরো বলেন, কি যুগ আইল, খাতা কলম নাই, একটা মেশিনের বোতামে টিপ দিলাম, সাথে সাথে মেশিনের ভিতর থেকে কি যেন আওয়াজ এলো, প্রথমে বুঝতে পারি নাই, তবে আমার মেয়ে দেখাই দিছে পরে পারছি। আমার সময় বেশী লাগছে। কাগজে ভোট দেওয়ার নিয়ম আমার জানা আছে, মেশিনে এই প্রথম দিলাম। মেশিনে ভোট দিতে পেরে আমি মহাখুশি।