নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর বাজারের সকল ফার্মেসি ব্যবসায়ীর স্বার্থে কেমিস্ট এন্ড ড্রাগিস্টের অলিপুর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
এ লক্ষ্যে রবিবার (২৫ শে ডিসেম্বর ) দুপুর ১২টায় অলিপুরে উক্ত শাখার অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা হয়।
আলোচনা সভায় আলহাজ্ব মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও মোঃ রিজভী আহমেদ রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টের সভাপতি মোঃ আব্দুর রশীদ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান হেলথ কেয়ারের ইনচার্জ ডাঃ সায়েম আহমেদ, বক্তব্য রাখেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টের সহ সভাপতি মোঃ আরব আলী।
আলোচনা সভা শেষে সভায় সর্বসম্মতিক্রমে দুই বছর মেয়াদী ৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্টের সভাপতি মোঃ আব্দুর রশীদ তালুকদার।
এর মাঝে অলিপুর বাজারের সাফী ফার্মেসির আলহাজ্ব মোঃ সামছুল আলম সভাপতি, কাজল ফার্মেসির মোঃ রিজভী আহমেদ রনি সাধারণ সম্পাদক, মোঃ রাজিউর রহমান সিনিয়র সহ সভাপতি,মো. আব্দুল গফুর সহ-সভাপতি,মো.লুৎফর রহমান বাবুল সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল মিয়া, মোঃ আমির হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক,সাধন দত্ত প্রচার সম্পাদক ও মোঃ আল আমিনকে অর্থ সম্পাদক ঘোষণা করা হয়েছে।