এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় কিডনি রোগে আক্রান্ত এক ছাত্রলীগ নেতার মৃত্যুতে প্রতিমন্ত্রী মাহবুব আলী শোক প্রকাশ করেছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকার ১১টায় সিলেট রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন বলে তার পরিবার নিশ্চিত করেন।
নিহত যুবক উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর দোকানদার বাড়ীর শেখ আমিরুল্লা শেখের সন্তান ও চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল ইসলাম ।
তিনি ৪নং পাইকপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম ও উপজেলা সিও শেখ সুমনের সহোদর।দীর্ঘদিন কিডনি ডায়াল আইসিস রোগে আক্রান্ত হয়ে দেশ ও দেশের বাহিরে চিকিৎসা অবস্থায় ছিলেন।
নিহত তোফাজ্জল ইসলামের মৃত্যুতে চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ও বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
উল্লেখ্য,বাদ মাগরিব পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।