এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২২ সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ এমপি অডিটোরিয়াম সংলগ্ন মাঠে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামসুল হক এর সভাপতিত্বে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা,বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার।
চুনারুঘাট উপজেলা প্রশাসের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তথ্যাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় “ইন্টারনেটে আসক্তি ক্ষতি “প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী এই মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রায় অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীগণ স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন আধুনিকায়ন আবিষ্কার ও প্রদর্শনী নিয়ে স্টলে স্টলে উপস্থিত হয়েছে।
এই সকল শিক্ষা প্রতিষ্টানের মধ্যে আধুনিকায়নের আবিষ্কার বিভিন্ন উদ্যোগে স্কুল পর্যায়ে প্রথম স্থান দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে গাজীপুর স্কুল অ্যান্ড কলেজ।সমাপনী আলোচনা শেষে অতিথি গণ বিচারক মন্ডলীদের বিবচনায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ
শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা,সাংবাদিক গণ।