প্রেস বিজ্ঞপ্তি :
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি(নায়েম) কর্তৃক আয়োজিত ১৪৭তম শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণে শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মান সম্মত শিক্ষার ‘কর্ম পরিকল্পনা’ উপস্থাপনে সেরা সাতজনের একজন হিসেবে নির্বাচিত হয়েছেন। ২১ দিনের এ প্রশিক্ষণে দেশের সরকারি-বেসরকারি কলেজের ৩০ জন অধ্যক্ষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা কমিটির আহবায়ক হিসেবে আল মামুন স্মরণিকা ‘সাকোঁ’ সম্পাদনা করেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণের ‘কোর্স প্রতিবেদন’ উপস্থাপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক প্রফেসর ড.মো. নিজামুল করিম, বিশেষ অতিথি ছিলেন নায়েমের পরিচালক রোকসানা বিলকিস, কোর্স পরিচালক ড. স্বপন কুমার নাথ, কোর্স সমন্বয়কারী মোজাম্মেলক ও সোহেল হোসেন গালিব। প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড.শ্রীকান্ত কুমার চন্দ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকসহ বিশেষজ্ঞ প্রশিক্ষকবৃন্দ।