বাহার উদ্দিন লাখাই থেকে:
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের আয়োজনে হবিগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমূল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধায় লাখাই থানা প্রাঙ্গনে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ নুনু মিয়ার সভাপতিত্বে ও উপপরিদর্শক(এসআই) ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও)মোঃ শরীফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন লাখাই উপজেলার ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম।
আলোচনায় অংশনেন লাখাই থানার স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নুরুল বশর চৌধুরী, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুল মতিন, লাখাই উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দীন দুলদুল, সাবেক ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন মান্না, খসরু নোমান নোমান।
বিদায় সংবর্ধনা শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লাখাই থানার সহকারী উপ- পরিদর্শক(এ এস আই) আবেদ আলী, গীতাপাঠ করেন সানিচন্দ্র বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন লাখাই থানার এস আই ফারক খন্দকার, এ এস আই আবেদ আলী প্রমুখ।
বিদায় সংবর্ধনা সভায় বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল কে সন্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।