বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ ১ (বাহুবল -নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এর প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান তহবিল হতে প্রাপ্ত কিডনী, ক্যান্সার এবং জঠিল রোগীদের মধ্যে চেক বিতরণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১২ ডিসেম্বর) বিকালে সংসদ সদস্যের বাসভবন প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব দেওয়ান শাহ নওয়াজ গাজী মিলাদ এমপি। বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইনরান শাহরিয়ার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শাহীন দেলওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার আব্দুস সামাদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, সাংবাদিক মুজিবুর রহমান, নজির আহমেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে বাহুবল – নবীগঞ্জের ৫৭ জন ক্যান্সার, কিডনি ও জঠিল রোগীর হাতে প্রধান অতিথি চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।