এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ক্যান্সার আক্রান্ত এক শিক্ষকের মৃত্যুতে শিক্ষা পরিবারসহ উপজেলাবাসীর শোক প্রকাশ করেছে।
রবিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে নিশ্চিত করেছেন নিহতের পরিবার।
নিহত যুবক শামসুল জুয়েল (৩৫)উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের উলুকান্দি কোনারগাঁও গ্রামের বাসিন্দা।তিনি শালটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন যাবৎ অসুস্থতায় ভুগলে নিহত শিক্ষক শামসুল জুয়েল (৩৫)এর দেহে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে।
প্রাথমিক অবস্থায় শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়। গতকাল সন্ধ্যা তিনি চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন।
উনার মৃত্যুতে এলাকাসহ উপজেলা শিক্ষক পরিবারের সকলে প্রিয় শিক্ষক যুবক শামসুল জুয়েল (৩৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
আজ সকাল ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।