শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নূরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ও ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

দুই ইউনিয়নে ৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় মাঠে নেমেছেন । তন্মধ্যে নুরপুর ইউনিয়নে ৩ জন ও ব্রাহ্মণডোরা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী ।

রবিবার ( ১১ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা পরিষদ সভা কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান ।

নুরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন – আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ সেবন মিয়া ( নৌকা )(স্বতন্ত্র) থেকে পর পর ৫ বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল ( আনারস) জাতীয় পার্টির প্রার্থী এম এম হেলাল (লাঙ্গল) ।

নুরপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা হলেন – ১নং ওয়ার্ড – আয়েশা আক্তার জেসমিন ( বই) , রিনা বেগম ( সূর্য মুখী ফুল ) , পান্না ইসহাক ( মাইক) , নুরুন্নাহার ( তালগাছ ) , ২ নং ওয়ার্ড – শাহেলা আক্তার ( তালগাছ ) , জয়ফুল নেছা ( মাইক) , সাফিয়া খাতুন ( সূর্য মুখী ফুল ) ও ৩ নং ওয়ার্ড – সুফিয়া ( বই) , রাবেয়া বেগম ( মাইক) , সন্ধা রানী ( সূর্য মুখী ফুল ) ।

নুরপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীরা হলেন – ১ নং ওয়ার্ড – ফজলুল করিম ( মোরগ) , শেখ তানভীর হোসেন ( ফুটবল ) ,

২নং ওয়ার্ড – মোঃ রাকিবুল হোসেন ( তালা) , মোঃ মোবারক হোসেন ( মোরগ) , মোঃ সৈয়দ আলী (টিউবওয়েল) , সোহেল মিয়া ( ফুটবল ) , মোঃ ফারুক মিয়া ( বৈদ্যুতিক পাকা ) ,

৩ নং ওয়ার্ড – ফরহাদ আহমদ ( তালা) , মোঃ আকছির মিয়া ( বৈদ্যুতিক পাকা ) , মোঃ ফরিদ মিয়া ( মোরগ) , মোঃ জালাল উদ্দীন ( ফুটবল ) ,

৪ নং ওয়ার্ড – আব্দুল মোতালিব জুয়েল ( বৈদ্যুতিক পাকা ) , মোঃ আবুল কালাম ( তালা) , মোঃ মকসুদ আলী ( আপেল) , মোঃ ছুরাব আলী ( মোরগ) , মোঃ হাবিবুর রহমান টেনু ( ফুটবল ) , মোঃ আব্দুর রহিম ( টিউবওয়েল ) ,

৫ নং ওয়ার্ড – মোঃ তাজুল ইসলাম ( মোরগ) , মোঃ শাহজাহান মিয়া ( ফুটবল ) , ৬নং ওয়ার্ড – মোঃ আব্দুল মতলিব ( ফুটবল ) ওয়াহিদুর রহমান ( টিউবওয়েল) , আলফু মিয়া ( বৈদ্যুতিক পাকা ) , সোহেল মিয়া ( মোরগ) ,

৭নং ওয়ার্ড – নুরুল ইসলাম ( মোরগ) , মোঃ খোকন মিয়া তালুকদার ( তালা) ,

৮নং ওয়ার্ড – আব্দুল হাসিম ( মোরগ) , সাংবাদিক সৈয়দ এম এ মাসুক মিয়া ( ফুটবল ) ও ৯নং ওয়ার্ড – মোঃ জাহাঙ্গীর আলম ( মোরগ) , মোঃ আবু বক্কর সিদ্দিক ( ফুটবল ) মোঃ জাকির মিয়া ( তালা) ।

এ দিকে ব্রাহ্মণডোরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া ( নৌকা ) , জাহাঙ্গীর মিয়া চৌধুরী (চশমা) , মোঃ হুমায়ুন কবির ( অটোরিক্সা ),জসীম উদ্দিন আহমেদ ( আনারস) , মোঃ টিপু সুলতান (ঘোড়া ) ও মোঃ তাজুল ইসলাম ( মোটরসাইকেল ) ।

ব্রাহ্মণডোরা ইউনিয়নে সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা হলেন – ১ নং ওয়ার্ড – মোছাঃ মোমেনা খাতুন ( মাইক) , অজুফা খাতুন ( বই) , ও মিনারা আক্তার ( তালগাছ ) , ২ নং ওয়ার্ড – মোছাঃ মাসুদা খাতুন ( মাইক) , রেখা আক্তার ( তালগাছ) , মোছা ঃ কলম চান ( সূর্য মুখী ফুল ) , লিপি আক্তার ( বই ) ও ৩নং ওয়ার্ড – সৈয়দা রিনা আক্তার ( কলম ) , মোছাঃ জরিনা আক্তার ( মাইক ) , শাহানা আক্তার ( তালগাছ ) , পিয়ারা খাতুন ( বই ) ।

ব্রাহ্মণডোরা ইউনিয়নে মেম্বার প্রার্থীরা হলেন – ১ নং ওয়ার্ড – শামীম মিয়া ( ফুটবল ) , মোঃ আজিজুর রহমান দুলাল ( বৈদ্যুতিক পাকা ) , মোঃ জাহেদুর রহমান ( টিউবওয়েল ) , মোঃ মোহন মিয়া ( তালা) , হারিছ আহমেদ জীবন ( মোরগ) , ২ নং ওয়ার্ড – মোঃ ছাদেক হোসেন ( টিউবওয়েল ) , মোঃ জামাল মিয়া ( আপেল ) , মোঃ আক্তার মিয়া সর্দার ( তালা) , মোঃ আজাদ আহমেদ ( ফুটবল ) , মোঃ সাহাব উদ্দিন শাহ ( মোরগ) , মোঃ কামরুল ইসলাম ছবির ( বৈদ্যুতিক পাকা) , ৩নং ওয়ার্ড – মোঃ আলাউদ্দিন ( বৈদ্যুতিক পাকা ) , মোঃ নাছরুল ইসলাম ( টিউবওয়েল ) , সাংবাদিক কাজী মহারাজ মিয়া ( ফুটবল ) , ৪ নং ওয়ার্ড – মোঃ ছোয়াব মিয়া তালুকদার ( তালা) , মহিবুর রহমান ( ফুটবল ) , ছাবুদ আলী ( মোরগ) , ৫ নং ওয়ার্ড – মোঃ লুৎফুর রহমান পিতা- সিকান্দর আলী ( টিউবওয়েল ) , মানিক মিয়া ( ) , মোঃ লুৎফুর রহমান পিতা – মোঃ মন্তাজ উল্লাহ ( মোরগ ) , কাজল সরকার ( আপেল ) , লব মোহন রৃষি ( তালা ) , নানটু সূত্র ধর ( ফুটবল ) , ৬ নং ওয়ার্ড – আব্দাল মিয়া ( ফুটবল ) , জজ মিয়া ( আপেল ) , ছালেক মিয়া ( তালা) , সাহাব উদ্দিন ফরিদ ( মোরগ ) , ৭ নং ওয়ার্ড – বকুল মিয়া ( টিউবওয়েল ) , মোঃ মোজাম্মেল চৌধুরী ( মোরগ ) , হাদিস মিয়া ( বৈদ্যুতিক পাকা ) , ঝিনুক আক্তার ( ফুটবল ) , জজ মিয়া ( তালা) , ৮ নং ওয়ার্ড – ওয়াহিদ মিয়া (মোরগ) , বজলু মিয়া ( ফুটবল ) , শেখ কালাম মিয়া ( তালা) ও ৯ নং ওয়ার্ড – মোঃ কাউছার মিয়া ( টিউবওয়েল ) , মোঃ আয়নুল হক নোমান ( ফুটবল ) , কামাল মিয়া ( তালা ) , করিম হোসেন ( মোরগ) , বাছির মিয়া ( আপেল ) ।

নির্বাচন তফসিল অনুযায়ী এ দুটি ইউনিয়নে আগামী ২৯ ডিসেম্বর(বৃহস্পতিবার) ইভি এম ইলেকট্রনিক ভোটিং মেশিনে সকাল সাড়ে ৮ টা থেকে একটানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!