স্টাফ রিপোর্টার :
“সবার মাঝে ঐক্য গড়ি- নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মৌলভী বাজারে জেন্ডার ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬দিন ব্যাপি কর্মসুচীর অংশ হিসেবে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
জেলার ৭টি উপজেলার সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক ও মৌলভী বাজার সদর এবং রাজনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকতার্রা প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।
শনিবার বিকাল ৩টায় রাজনগর উপজেলার পেট্রিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক বেসরকারী সংস্থা প্যাথফাইন্ডার ইউএসএআইডি’র “সুখী জীবন” প্রকল্পের সহায়তায় ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফুটবল ম্যাচে অংশগ্রহণকারীরা জানান, সাধারণ মানুষের মাঝে নারী ও শিশু নির্যাতন বন্ধ করণে সচেতনতা বৃদ্ধি লক্ষে এ আয়োজন। আয়োজনে সার্বিক সহায়তায় প্রদান করেন জেলা প্রোগ্রাম অফিসার সোহেল রানা।