নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রামে ধান খাওয়াকে কেন্দ্র করে দু ’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের ইসাক মিয়ার গরু ফিরোজ আলীর ক্ষেতের ধান খেয়ে ফেলে। এতে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এসময় একে অপরের উপর হামলা পাল্টা হামলা চালায়।
গুরুতর আহতাবস্থায় কিতাব আলী, জালাল মিয়া, লতিবুননেছা, নায়েব আলী, রুনা, ইছাক আলী, সানু মিয়া, সাহাব উদ্দিন, মমতা, সিরাজ, তৈয়ব, হাবিবুরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।