বাহার উদ্দিন, লাখাই থেকে:
লাখাইয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুর ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম , মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
আলোচনায় অংশ নেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ( এল,জি, ই,ডি) উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ, শিক্ষা কর্মকর্তা মজনুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল মোতালেব, সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।