বিশেষ প্রতিনিধি :
মোটরসাইকেল চোর আতংক এখন হবিগঞ্জ শহরে। দিনে দুপুরে একের পর এক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে শহরের বিভিন্ন এলাকায়। গত দুই মাসে শহরে অন্তত ১০থেকে ১২টি মোটরসাইকেল চুরি হয়েছে। সংবদ্ধ চোরের দল এতটাই শক্তিশালী যে, আইনশৃংখলা বাহিনীর চোঁখ ফাকি দিয়ে গাড়ি নিয়ে উধাও হয়ে যাচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কোন গাড়ী উদ্ধার হয়নি। এছাড়াও বাসা বাড়ীতে ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন শহরের বাসিন্দারা।
গতকাল সোমবার বিকাল আনুমানিক ৫টার দিকে শায়েস্থানগর ঈদগাহের পশ্চিম পাশের্বর বাসা থেকে বাডস কেজি এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল নুর উদ্দিন জাহাঙ্গীরের লাল রঙ্গের হোন্ডা লিভো মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এব্যাপারে সদর থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন।