বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচঁান্দ চা বাগান এলাকা থেকে অবৈধভাবে চাষবাদ করা গাজার গাছ উদ্ধার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে অভিযানের টের পেয়ে গাজা গাছের মালিক চন্দন মুড়া (৪২) পালিয়ে যান।
গতকাল সোমবার বেলা ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকের নেতৃত্বে লালচান্দ চা বাগানের কাঠালডাঙ্গা এলাকার মৃত জহর লাল মুড়ার ছেলে চন্দন মুড়ার বসত ঘরের পাশে বাশের বেড়া দিয়ে আটকানো গাজা গাছের বাগানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় প্রায় ১৫ফুট উচ্চতার নয়টি গাজার গাছ উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, এব্যাপারে পলাতক চন্দন মুড়াকে আসামী করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় উপরিদর্শক মোঃ রবিউল্লা, চুনারুঘাট থানার উপপরিদর্শক মোল্লা রফিকুল ইসলাম প্রমুখ।