সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ” পুলিশ বিভাগের ১০১ টি থানা ভবন টাইপ প্ল্যানে নির্মাণ ” প্রকল্পের আওতায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নবনির্মিত নতুন থানা ভবন উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আগামীকাল শনিবার ।
এ উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে ।
এর মধ্যে শনিবার ( ৩ ডিসেম্বর ) ১২ টা মিনিটে আমন্ত্রিত অতিথির আসন গ্রহন , দুপুর ১ টায় প্রধান অতিথির আগমন , ১ টা ১০ মিনিটে উদ্বোধনী ফলক উন্মোচন , ১টা ৩০ মিনিটে নামাজ ও পৃতিভোজ।
দুপুর ২টা ৩০ মিনিটে নবনির্মিত থানার মাঠে সুধি সমাবেশ ও আলোচনা সভা , ৩টা ৫০ মিনিটে নব যাত্রা ও প্রচেষ্টা শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন , সদ্ধা ৭ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হবে।
এতে সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ , হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলি সহ পুলিশের বিভিন্ন উর্ধতন কর্মকর্তা , জেলা প্রশাসক , উপজেলা নির্বাহী কর্মকর্তা , জনপ্রতিনিধি , প্রিন্ট – ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও আওয়ামী লীগের নেতা কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীর উপস্থিত থাকাবেন থানা সূত্রে জানা যায় ।
শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কামাল এ প্রতিনিধিকে বলেন , ২০০১ সালে আওয়ামী লীগ সরকার আমলে শায়েস্তাগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয় ।
থানা প্রতিষ্ঠা থেকে বর্তমান থানার অফিসার ইনচার্জ (ওসি) ছিলেন মোঃ হাসমত আলী,সৈয়দ মাহবুবুর রহমান,মোঃ আহবাব মিয়া,গোপাল চন্দ্র চক্রবর্তী ,মোঃ সেলিম,মোঃ শাহাদৎ হোসেন,মোঃ রফিকুল ইসলাম,মোঃ কামরুল ইসলাম,মোঃ মসিহ উদ্দিন,মোঃ শফিকুর রহমান মুকুল,মোঃ নাজিম উদ্দিন,তপন কিরণ মিত্র,রাজিব কুমার দেব,মোঃ সেকান্দর আলী,এনামুল মনোয়ার,নির্মলেন্দু চক্রবর্তী,মোঃ মমিনুর রহমান,গোলক চন্দ্র বসাক,মোঃ মোজাম্মেল হক, মোঃ আব্দুল বাছেদ,মোঃ হাবিবুর রহমান,মোঃ আজিজুর রহমান সরকার,মোঃ সৈয়দুজ্জামান,মোঃ নিজাম উদ্দিন চৌধুরী,মোঃ ইয়াছিনুল হক,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোঃ আনিসুর রহমান,মোজাম্মেল হোসেন,অজয় চন্দ্র দেব এবং বর্তমান দায়িত্বে মোঃ নাজমুল হক কামাল।
এদিকে ২০১৭ সালে ঢাকা – সিলেট মহাসড়কের পাশে উপজেলার বড়চর মৌজায় ১৪৭ শতক জমি অধিগ্রহণ করে এবং ২০১৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ( বিডব্লিউডি) দরপত্রের মাধ্যমে মেসার্স মোস্তফা কামাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ২৫ লাখ ব্যয়ে আধুনিক সুযোগ – সুবিধা সম্বলিত দৃষ্টি নন্দন চারতলা ভবনটি নির্মান করে ।
বাস্তবায়নে গণপূর্ত অধিদপ্তর । ফলে ২১ বছর পর শায়েস্তাগঞ্জ থানা আপন স্হায়ী ঠিকানা হল । এর পূর্বে দীর্ঘ বছর ধরে একটি ভাড়া বাসায় খুব কষ্টে থানার কার্যক্রম চালিয়েছে । স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আগমনে শায়েস্তাগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করছে । বিভিন্ন নেতাকর্মীরা ফেস্টুন দিয়ে উপজেলা ভরপু করে রেখেছে ।
এদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।উপজেলাবাসীর দীর্ঘ দিনের সপ্ন আগামী কাল শনিবার সফল হবে ।