এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে ব্র্যাক সেলপ কর্মসুচি অফিসার শারমিন আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির কর্মকর্তাগণ।
এসময় তারা বক্তব্যে জানান,এ কর্মসুচির উদ্যোগে পল্লী সমাজে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক কার্যক্রম চলমান অনুষ্ঠিত হয়।
ব্র্যাক চুনারুঘাট উপজেলার সেলপ কর্মসুচি অফিসার শারমিন আক্তারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তারসহ স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা, সাংবাদিক ও সমাজকর্মীগণ।