মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জে মাধবপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল সুমন, আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, আবুল হোসেন সবুজ,যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির, সহ-সভাপতি সুব্রত দেব, একরামুল আলম লেবু, কাওছার আহমেদ,কেএম শামসুল হক,বিকাশ বীর,পিন্টু অধিকারী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গণমাধ্যম কর্মীরাই জাতির বিবেক। তাঁদের মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে লোকজন প্রকৃত ঘটনা জানতে পারে। অনেক উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে প্রশাসন অবগত হয়ে থাকে।
প্রশাসনের একার পক্ষে সকল ব্যাপারে খোঁজ খবর রাখা সম্ভব হয় না। উপজেলার সার্বিক উন্নয়নে জন্য মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর হাসান ।