বাহার উদ্দিন, লাখাই থেকে:
হবিগঞ্জের লাখাইয়ে বোরো ধান চাষাবাদের লক্ষ্যে বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষককেরা।যে প্রজাতির ধানের জীবনকাল দীর্ঘ সে সব জাতের ধানের বীজতলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
আগাম জাতের ধানের বীজতলা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। লাখাই উপজেলার হাওরাঞ্চলে বিভিন্ন মাঠ ঘুরে একদিকে পানি পানি নেমে যাচ্ছে আর একদিকে অপেক্ষাকৃত উঁচু স্থানে বীজতলা তৈরি করা হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় চলতিবৎসর লাখাইয়ে ১১ হাজার ১ শত ৭০ হেক্টর জমিতে বোরোধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে এবং ভিত্তিতে বীজতলা তৈরির কাজ চলছে।
সূত্রে আরো জানা যায় যে প্রজাতির ধানের জীবনকাল দীর্ঘ সে সব জাতের ধানের বীজতলা ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের মধ্যে তৈরির উত্তম এর থেকে বিলম্বে হলে এবং শীতের তীব্রতা বেশি হলে বীজতলা কোন্ড ইনজুরির ঝুঁকি থাকে।এ ক্ষেত্রে বীজতলায় প্রয়োজনীয় সেচ ও রাতের বেলায় তা পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হবে।
এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল খন্দকার জানান লাখাইয়ে বীজতলা তৈরির কাজে ব্যস্ত কৃষক। ইতিমধ্যে হাওরাঞ্চলে বীজতলা প্রায় শেষের দিকে তবে নন- হাওরের বীজতলা তৈরির কাজ আরো কিছুটাবিলম্বে হবে।আমরা ধানের জাত নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি।