স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চুড়ান্ত করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন চুড়ান্ত করা হয়।
অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দুই ইউনিয়নে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক নৌকার মনোনয়ন পেলেন ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুসাইন মোঃ আদিল জজ মিয়া এবং নূরপুর ইউনিয়ন পরিষদের নৌকার মনোনয়ন পেলেন নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেবন মিয়া।
নুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া দলীয় মনোনয়ন বঞ্চিত হলেন। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছিলেন।
ব্রাক্ষণডোরা ও নুরপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন আওয়ামীলীগের ১০ নেতা।
নৌকা প্রতীক পাওয়ার খবর শুনেই দুইটি ইউনিয়নের আওয়ামীলীগের নেতা কর্মীরা ও দলীয় সমর্থকরা আনন্দ উল্লাস ও মিছিল করেন।
অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সাথে আলাপকালে তারা বলেন নির্বাচন করব কিনা এ বিষয়ে নেতা কর্মী এবং সমর্থকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।
আগামী ২৯ ডিসেম্বর এ দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।