বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পশ্চিম পুকড়া এলাকা থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদন্ড ও আর্থিক জরিমানা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া।
আটককৃত মহিলা উপজেলার পশ্চিম পুকড়া এলাকার মোঃ মন্নর মিয়ার স্ত্রী সুন্দর বিবি (৪১)। এসময় তার কাছ থেকে আধা কেজি গাজা উদ্ধার করা হয়। পরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড একশত টাকা জরিমানা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম পুকড়া এলাকা থেকে সুন্দর বিবিকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।