বিশেষ প্রতিনিধি :
পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার লক্ষে হবিগঞ্জ সদর ও শায়েস্থাগঞ্জ উপজেলার ১৮১জন কৃষাণ কৃষাণীর মাঝে বীজ, সার, পানির ঝা, বেড়া দেওয়ার আসবাবপত্রসহ বিভিন্ন ধারণের উপকরণ বিতরণ করেছে সদর উপজেলা কৃষি বিভাগ।
গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষাণ কৃষাণীর হাতে এসব চারা ও বীজ সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম।
সদর উপজেলা কৃষি কর্মকতার্ সুকান্ত ধর জানান, মুজিববর্ষ উপলক্ষে কৃষি বিভাগের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান তৈরী লক্ষে সদর ও শায়েস্থাগঞ্জ উপজেলার ১৮১জন কৃষাণ কৃষাণীর মাঝে ১৮ প্রকারের বীজ, ৬ প্রকারের ফলের চারা প্রদান করা হয়। প্রতিটি পরিবার দেড় শতক জায়গার উপর এসব পুষ্টি বাগান তৈরী করবে।
এসব বাগান আমাদের খাদ্য ঘাটতিতে সহায়ক হবে এবং শরীরে পুষ্টির যোগান দেবে। বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিথ ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকতার্ তৌহিদুর রহমান মিলনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকতার্গণ।