বানিয়াচং প্রতিনিধিঃ
বানিয়াচংয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১২ পিছ ইয়াবা সহ ২ মাদক কারবারি কে গ্রেফতার করেছে।
২৩ নভেম্বর রাত ১ টায় বানিয়াচং উপজেলার তারাসই গ্রাম থেকে রাজন(৩১) ও আফরোজ (৪৫) কে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেবের নির্দেশে এসআই সন্তোষ চৌধুরী, এসআই মাহমুদুল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশ অফিসার মাদক কারবারি রাজন মিয়ার বসত বাড়িতে উপস্থিত হয়ে দেহ তল্লাশি করে রাজন মিয়ার নিকট থেকে ১১২ পিছ ইয়াবা উদ্ধার করেন। এ সময় অপর আসামি আফরোজ কে ও গ্রেফতার করা হয়।
এদের বিরুদ্ধে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।