শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শহরের এক বাসা থেকে তাছলিমা খাতুন নামে শিশু (কাজের মেয়ে) নিখোঁজ হয়েছে। যার আনুমানিক বয়স ১১ বছর। সম্ভাব্য সকলস্থানে খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছে না।
গত ১৬ জনু (মঙ্গলবার) সকাল ৮টার দিকে শায়েস্তাগঞ্জ দক্ষিণ বড়চর(তালুগড়াই) মহল্লার কামাল মিয়ার বাসার ভাড়াটিয়া ওলিপুরস্থ প্রাণ আরএফএল-এর কর্মকর্তা নাহিদ পারভেজ খানের বাসা থেকে শিশু তাছলিমা (কাজের মেয়ে) বের হয়। পরে আর বাসায় ফেরেনি।
তাছলিমা নেত্রকোনা জেলার পশালগড়া গ্রামের মোঃ আবু হানিফের মেয়ে।
এ ঘটনার পর দিন ১৭ জুন (বুধবার) শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে। জিডি নং-৬৪৪