লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জে ইদুর মারার বুলেট খেয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় লাখাই উপজেলার স্বজনগ্রাম টাউনশীপ এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বজনগ্রামের আনছর মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮) সাথে কিশোগঞ্জের মিঠামইন উপজেলার খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় (৩০) সাথে ১২ দিন পূর্বে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই হৃদয় শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
সম্প্রতি হৃদয়ের গ্রামের বাড়িতে স্ত্রী-সন্তান রয়েছে বিষয়টি জানতে পারেন তানিয়ার পরিবারের লোকজন। এরই সাথে তানিয়াকে হৃদয়ের সাথে যোগাযোগ না রাখতে নিষেধ করেন তার স্বজনরা। হৃদয়ও একইভাবে তানিয়াকে কাছে পেতে মরিয়া হয়ে উঠেন।
বারবার বলার পরও তানিয়ার স্বজনরা তাদের সম্পর্কর বিয়ে মেনে না নেয়ার রাগে ক্ষো়ভে ইদুর মারার বিষ বুলেট খান হৃদয় ও তানিয়া। তানিয়ার পরিবার জানান, তারা দুজন বুলেট না কি জানি খেয়ে আমাদেরকে বললে আমরা এলাকার লোকজনের সহযোগিতায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জে রেফা র্ড করেন। পথিমধ্যে তারা মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ নুনু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।