সৈয়দ সালিক আহমেদ :
অটোরিক্সা চালক সহিদ মিয়া বলেন, আমি কষ্ট করে জীবন পার করছি, আমার ছেলে মেয়ে আমার মত কষ্ট করুক সেটা আমি চাইনা। আমার ৩ছেলে ১মেয়ে, স্কুলে যায় ২ছেলে ১মেয়ে, ভাবছিলাম ছেলে মেয়েকে লেখা পড়া শিখিয়ে শিক্ষিত করব, এখন যেভাবে জিনিস পত্রের দাম বেড়েছে তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ভাবছি ছেলেদেরকে লেখা পড়া বাদ দিয়ে কাজে লাগিয়ে দিব।
নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়তে শিক্ষার উপকরণ সামগ্রী, এক মাসের ব্যবধানে প্রতিটি উপকরণে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে অভিবাবকরা ছেলে মেয়ের লেখা পড়া দুশ্চিন্তায় পড়েছেন।
অনেকে বলেন, যেভাবে খাদ্য পণের দাম বৃদ্ধি পেয়েছে তাতে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পেড়েছে। তার সাথে শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি হওয়াতে এখন হতাশ হয়ে পড়েছি। ডিসেম্বরের শেষ সপ্তাহে ছেলে মেয়েরা নতুন ক্লাসে ভর্তি হবে, এতে শিক্ষার বিভিন্ন উপকরণ লাগবে, যে হারে দাম বৃদ্ধি পেয়েছে তাতে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করানো নিয়ে শংকিত আমরা।
সরেজমিন হবিগঞ্জ শহরের বেশ কয়েকটি লাইব্রেরী ঘুরে দেখা যায়, সাদা কাগজ, খাতা, জ্যামিতি বক্স ইত্যাদির দাম এক মাসের ব্যবধানে ৩০ থেকে ৪০শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিক্রেতারা জানান, দাম বৃদ্ধি হওয়াতে খাতা কলমসহ বিভিন্ন উপকরণ বিক্রি অনেকটা কমে গেছে। পৌর মার্কেটে খাতা কলমের পাইকারী ও খুচরা বিক্রেতা তুষি এন্টারপ্রাইজের মালিক রৃপক রায় জানান, এক মাস আগে প্রতি রিম সাদা কাগজ বিক্রি হয়েছে ১৮০ টাকা ধরে, বর্তমানে প্রতি রিম ৩০০ টাকা, দিস্তা রিম বিক্রি হয়েছে ২৮০টাকা ধরে, বর্তমানে ৪৯০টাকা, জ্যামিতি বক্স ৬০ থেকে ৭০ধরে বিক্রি হয়েছে, বর্তমানে ১০০ থেকে ১১০টাকা। বেচা বিক্রি অনেকটা কমে গেছে, প্রায়ই অলস সময় কাটাই।
কলেজ রোড এলাকার লাইব্রেরী ব্যবসায়ী ফরিদ মিয়া জানান, এক মাসের ব্যবধানে প্রতিটি উপকরণের দাম কয়েক দফা বৃদ্ধি পেয়েছে। আমরাও ঢাকা থেকে মাল ক্রয় করতে ভয় পাচ্ছি, যেভাবে দাম উঠা নামা করতেছে তাতে কখন কি হয় তা বলা মুশকিল। তাছাড়া দরদাম নিয়ে ক্রেতাদের সাথে প্রতি নিয়ত কথাকাটি হয়।
থানার মোড়ে পান বিক্রেতা খাইরুল মিয়া বলেন, আমার ২ছেলে স্কুলে পড়ে, আগে ৮৫ পৃষ্টার যে খাতা ৩৫ টাকা দিয়ে লাইব্রেরী থেকে কিনেছি গত সপ্তাহে সেই খাতা ৫০ টাকা হয়ে গেছে। দিন শেষে সংসারের খরচ করে ছেলে মেয়ের লেখা পড়ার উপকরণ কেনা কষ্ট সাধ্য হয়ে গেছে। একবেলা না খেয়ে থাকতে পারব, কিন্তু ছেলে মেয়েকে স্কুলের খাতা কলম কিনে না দিতে পারলে সেই কষ্ট ধরে রাখতে পারবনা।
একইভাবে অটোরিক্সা চালক সহিদ মিয়া বলেন, আমি কষ্ট করে জীবন পার করছি, আমার ছেলে মেয়ে আমার মত কষ্ট করুক সেটা আমি চাইনা। আমার ৩ছেলে ১মেয়ে, স্কুলে যায় ২ছেলে ১মেয়ে, ভাবছিলাম ছেলে মেয়েকে লেখা পড়া শিখিয়ে শিক্ষিত করব, এখন যেভাবে জিনিস পত্রের দাম বেড়েছে তাতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। ভাবছি ছেলেদেরকে লেখা পড়া বাদ দিয়ে কাজে লাগিয়ে দিব।