শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের অবস্থিত বিরামচর গ্রামের ঐতিহ্যবাহী বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ,সংবর্ধনা, বিদায় ও বরণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলাস্ত শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী বিরামচর গ্রামের প্রাচীনতম প্রতিষ্ঠান বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস উদ্দীন তালুকদার ও তহুর আক্তার লাইজুর সংবর্ধনা, স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি ফজল উদ্দিন তালুকদার এর বিদায়, স্কুল পরিচালনা কমিটির বর্তমান সভাপতি মোঃ জালাল উদ্দিন রুমি ও কমিটির অন্যান্য সদস্যদের বরণ ও আলোচনা অনুষ্ঠান স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোছাম্মদ আয়েশা আক্তার চৌধুরীর পরিচালনায়, শায়েস্তাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরাতুন নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বর্ণিল এই আয়োজনে প্রথমেই স্কুলের চৌকস স্কাউট দল আমন্ত্রিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দসহ সংশ্লিষ্ট সকলকে অভিবাদন জানিয়ে স্কুল প্রাঙ্গনে নিয়ে আসেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ,জাতীয় সংগীত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপরে কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়।
আমন্ত্রিত অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে বরণ করা হয় স্কুলের পক্ষ থেকে।
আলোচনা অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান ইসরাত জাহান।
পর্যায়ক্রমে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী , সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়া ।
সংবর্ধিত ব্যক্তিত্ব মোঃ ফজল উদ্দিন তালুকদার, তহুর আক্তার লাইজু, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ জালাল উদ্দিন রুমি, আবুল কালাম, সহ-সভাপতি,অভিভাবক কমিটির সভাপতি সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, মোহাম্মদ সৈয়দ মিয়া, ছাত্রলীগ সভাপতি বিলাল মিয়া, শাহ মুহাম্মদ সৈয়দ আলী, দিলারা ববি প্রমুখ।
সবশেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও শ্রেণীকক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি পুরস্কার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদেরকে কোমলমতি শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে সঠিক জ্ঞান আহরণের জন্য , সঠিক তথ্যাবদানের মাধ্যমে যথাযথ পর্যবেক্ষণ এর সাথে পদক্ষেপ নিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে।
একই সাথে উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রকৃত মানুষ হওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয় হচ্ছে তার শেকঁড়। সে কারণেই আমাদেরকে এই কোমলমতি শিশুদের ব্যাপারে সতর্কতার সাথে পাঠদানে সুদৃষ্টি রাখতে হবে।