সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ শহরে যানজট নিরোসনের লক্ষে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ ও বেশকিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। তাছাড়া বিভিন্ন অপরাধে ৯টি মামলায় ৬হাজার ৪শত টাকা আর্থিক জরিমানা করেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট।
গতকাল সোমবার দুপুর ১২টায় শহরের চৌধুরী বাজার এলাকায় জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহ জহুরুল হোসেন ও মঈন খান এলিসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ফলের দোকান মুল রাস্তা দখল করে সাধারণ মানুষ চলাচলে বাধা সৃষ্টি করায় ২৫টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। তাছাড়া বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করে পৌরসভায় নিয়ে আসা হয়।
অভিযানকালে ইট বালি দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করা এবং ফুটপাত দখল করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে ৬হাজার ৪শত টাকা জরিমানা করা হয়। অভিযানকালে পৌর সচিব ও সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।