শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:
শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্বলেঞ্জা পাড়া গ্রামের দিলবর আলীর পুত্র মোঃ শফিকুল আলম (৪০) গুরুত্ব আহত অবস্থায় বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তার সুষ্টু বিচারের দাবিতে গতকাল শনিবার বেলা ১১ টায় গ্রামবাসীর উদ্যোগে এক মানববন্ধন পূর্ব লেঞ্জাপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের বিশিষ্ট মুরব্বি মোঃ আব্দুর রউফ, মোঃ আব্দুল মালেক, কাশেম বিন হাজী হাসিম, মোঃ মনোহর আলী, মোছাঃ আয়েশা আক্তার, মোছাঃ হামিদা বেগম প্রমূখ।
বক্তারা এ সময় পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুম ও তার পরিবারের লোকজন কর্তৃক শফিকুল আলমের উপর অতর্কিত হামলার নিন্দা জানান। এবং প্রশাসনের কাছে বিষয়টি সুস্থ তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।