মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
সিলেটে বিভাগীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে মাধবপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে সিলেট বিভাগ।
শনিবার দুপুরে মাধবপুর উপজেলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সমাবেশ করে দলটি।
সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আরজু মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌরসভার বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহ-সভাপতি গোলাপ খান,যুগ্ন সম্পাদক বাবুল হোসেন, লুৎফর রহমান খান, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল চৌধুরী, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ,যুগ্ন আহ্বায়ক কবির চৌধুরী, পৌরসভা যুবদলের এমদাদুল হক সুজন, সোহেল মাহমুদ, হাজী রুবেল, জসিম শিকদার,এছাড়া ছাত্রদলসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠন।
নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ মোঃ শাহজাহান বলেন, ‘আমরা দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াই এখন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। এই অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।’
সভায় বিএনপি নেতারা বলেন, ‘দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। জনগণ সরকারের পদত্যাগ চায়। সেই চাওয়াকে প্রাধান্য দিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে দেশে ফেরাতে হবে। তাদের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই হবে এখন প্রতিটি নেতাকর্মীর একমাত্র লক্ষ্য। আমাদের এখন এক দফা দাবি। আর সেটা হলো, বর্তমান অবৈধ সরকারের পদত্যাগ এবং একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেই নির্বাচন অবশ্যই নিরপেক্ষ প্রশাসনের অধীনে হতে হবে।’
সভায় প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান।