স্টাফ রিপোর্টার:-
শব্দকথা প্রকাশনা সংস্থার সাহিত্য সংগঠন শব্দকথা লেখক-পাঠক ফোরাম এর উদ্যােগে (১১ নভেম্বর) শুক্রবারফয় শব্দকথা কার্যালয়ে সাহিত্য আড্ডা, কবিতা ও পুঁথিপাঠ অনুষ্ঠিত হয়েছে।
শব্দকথা’র প্রধান সম্পাদক সাইফুর রহমান কায়েসের সভাপতিত্বে সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রিয়জন সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থার নির্বাহী সভাপতি কবি রুনা আক্তার স্বপ্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, কবি ও গল্পকার মোঃ আব্দুল হক, কবি অপু চৌধুরী, শব্দকথা’র নবনিযুক্ত ব্যবস্থাপনা সম্পাদক কবি মোহাম্মদ ইকবাল হোসেন, কবি আব্দুল্লাহ আবির, কবি ও প্রভাষক জয়নুল শামীম।
কবিতা আবৃত্তি করেন চারুকণ্ঠের সভাপতি অজয় রায়, কবি সূর্য কুমার বৈষ্ণব, কবি মীর ফয়সাল আহমেদ, পুঁথিপাঠ করেন হাবিব খোকন।
অনুষ্ঠানের শুরুতে ত্রৈমাসিক শব্দকথা’র নবনিযুক্ত ব্যবস্থাপনা সম্পাদক কবি মোহাম্মদ ইকবাল হোসেনকে ফুল দিয়ে বরণ করা হয়।