বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ ২৫০শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নতুন করে যুক্ত হলো নন কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্ণার। এতে করে জেলা সদরের লক্ষাধিক মানুষ এই সেবার আওতায় আসল। এই কর্ণার থেকে বিশেষত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা বিনা মূল্যে বিশেষ সেবা গ্রহণ করতে পারবে। যদিও ইতোমধ্যে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এই সেবা চালু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হিমাংশু লাল রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক, তত্ত্বাধায়ক ডাঃ আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জলসহ বিভিন্ন কর্মকতার্বৃন্দ।
এসময় জানানো হয় যে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা প্রতি মাসে এসে চেকআপসহ সব ধরণের ঔষধ গ্রহণ করতে পারবে। যদি কেউ নিয়মিত না আসে তাহলে তাকে মোবাইল ফোনে যোগাযোগ করে সেবা নিশ্চিত করা হবে।