চুনারুঘাট প্রতিনিধিঃ
চুনারুঘাট উপজেলার রাজার বাজার পুবালী ব্যাংকের গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথ সেবা চালু করা হয়েছে।
(৯ নভেম্বর) বুধবার বিকেলে এটিএম বুথ এর শুভ উদ্বোধন করেন পুবালী ব্যাংক সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক আবু লাইছ মোঃ শামসুজ্জামান।
পুবালী ব্যাংক রাজার বাজার শাখার ম্যানেজার রঞ্জিত মোহন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুবালী ব্যাংক মৌলভীবাজার আঞ্চলিক কার্য্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান ফজলুল কবীর চৌধুরী,সহকারি মহা ব্যবস্থাপক লেখক ও গবেষক ড. মোঃ আবু তাহের,বাজার বাজার কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাসেম,গাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও.তাজুল ইসলাম,পুবালী ব্যাংক চুনারুঘাট শাখার ম্যানেজার জসিম উদ্দিন,গাজিপুর শাখার ম্যানেজার মোস্তাফিজুর রহমান তরফদার,চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু,আসামপাড়া বাজারের বিশিষ্টি ব্যবসায়ী হাজি সিরাজুল হক সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।