এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আসামি আটক করা হয়েছে।
শুক্রবার (৪ঠা নবেম্বর) দুুুপুরে আটক কৃতদেরকে বিজ্ঞ আদলতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
উপজেলার থানা পুলিশের বিশেষ অভিযানে মধ্য রাত থেকে চুনারুঘট থানায় কর্মরত অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত আসামী (সি আর) রফিকুল ইসলাম,পিতা– মৃত হাজী সুরুজ মিয়া, সাং–বিলপাড়,আঃ রশিদ , পিতা মনু মিয়া, সাং–টেকেরঘাট,হায়দার, পিতা মূত আশরাফ আলী,সাং দেওরগাছ,সুন্দর আলী, পিতা আম্বর উল্লা,সাং পাক্কা বাড়ি, কুদ্দুছ(৪৬), পিতা বাদশাহ মিয়া,সাং টেমেরঘাট,আতাউর রহমান চৌধুরী, পিতা মৃত আঃ খালেক চৌধুরী, সাং গণেশপুর চৌধুরী বাড়ী,কালা মিয়াা(৪৩), পিতা আঞ্জব উল্লা, সাং দলাইপাড় থেকে পলাতক সাত আসামিদেরকে আটক করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী আশরাফ নিশ্চত করেন।এবং জানান পলাতক আসামিদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।