বিশ্বনাথ প্রতিনিধি : রমজান মাসকে স্বাগত জানিয়ে আল-ইসলাহ-তালামীয়া বিশ্বনাথে গতকাল বুধবার মিছিল ও পথসভা করেছে। বাদ আছর বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ‘বাসিয়া সেতুর’ উপর এক পথসভায় মিলিত হয়।
বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের আহবায়ক আলী আনহার শাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ’র সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আখতার আলী।
বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সদস্য সচিব মো. আবুল কাশেমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসাইন শাকুর, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাবেক সভাপতি মোহাম্মদ সাদিকুর রহমান।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা লতিফিয়া ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা মো. মঞ্জুর আহমদ, বিশ্বনাথ (দক্ষিণ) উপজেলা তালামীযের সাবেক আবদুস সালাম শিবলী, সাবেক সহ-সভাপতি সামছুল ইসলাম ইকবাল, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, সদস্য হাফিজ ইসলামউদ্দিন, হাফিজ ময়নুল ইসলাম, আবু সালেহ, আল-ইসলাহ নেতা হাফিজ আখতার আলী, হেলাল আহমদ, আবদুল আহাদ, তালামীয নেতা রুহুল আমিন, আজাদুল ইসলাম, হাফিজ আনহার আলী, হাফিজ গিয়াসউদ্দিন, হেলাল আহমদ, হুসাইন রাজন, নূরুল ইসলাম মুবিন, হাফিজ গুলজার আহমদ, হাফিজ মাহদী হাসান, জাকির আহমদ, হাফিজ সাইফুল ইসলাম, শিপন আলী, মোজাহিদ আলী, রুহুল আমিন শিকদার, জাহেদ আলী প্রমুখ।