এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী কালিশিরী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।এতে উপস্থিত ছিলেন চাঁদের হাসি হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার এমবিবিএস, মেডিসিন,ডাক্তার দেবাশীষ দাশ,এমবিবিএস, ডাক্তার রাকিব আনছারী,গাইনী ও শিশু রোগে অভিজ্ঞ,ডাক্তার হুমায়রা আঞ্জুম।সহযোগিতায় রকিব ও জাহিদ প্রমুখ।
উপজেলার ২নং আহম্মাদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামে চাঁদের হাসি হাসপাতালের উদ্যোগ বাস্তবায়নে ও মাহমুদুল হক শিবলী ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় দিনব্যাপী উক্ত মেডিকেল ক্যাম্প ঔষধ বিতরণ করা হয়েছে।এতে কালিশীরিসহ আশেপাশের অসংখ্য শিশু কিশোর নারী পুরুষ প্রায় চারশত রোগীর চিকিৎসা ও ঔষধ সেবা নিশ্চিত করা হয়।
এতে এলাকার হতদরিদ্র অবহেলিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানে ব্যাপক আনন্দ দেখা যায়। তাঁদের প্রত্যাশা এমন উদ্যোগ অব্যাহত থাকুক।