ডেস্ক : কোপা আমেরিকার ৪৪তম আসরে গ্রুপ ‘সি’র হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল আর কলম্বিয়া। সেলেকাওদের বিশ্বকাপের পর টানা ১১ ম্যাচে জয়ের ধারাকে থামিয়ে দিয়েছে কলম্বিয়া। মুরিলোর একমাত্র গোলে জয় পায় কলম্বিয়ানরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে কার্লোস দুঙ্গার বদলে যাওয়া ব্রাজিল ২-১ গোলে জয় পেয়েছিল পেরুর বিপক্ষে। আর হেসে পেকারম্যানের কলম্বিয়া ১-০ গোলে হেরেছিল ভেনেজুয়েলার বিপক্ষে। ফলে, বাঁচা-মরার লড়াইয়ে নেমেছিল গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা।
বিশ্বকাপের হতাশা কাটিয়ে টানা ১১ ম্যাচ জয়ী কার্লোস দুঙ্গার ব্রাজিল শুরু থেকে ৪-৪-২ ফরমেশনে খেলতে থাকে। শুরুর একাদশে মাঠে নামনে জেফারসন, দানি আলভেজ, মিরান্ডা, ধিয়াগো সিলভা, ফেলিপ লুইস, উইলিয়ান, এলিয়াস, ফার্নান্দিনহো, ফ্রেড, ফারমিনো আর নেইমার। অন্যদিকে একই ফরমেশনে হোসে পেকারম্যান শুরুর একাদশে মাঠে পাঠান অসপিনা, জুনিগা, জাপাতা, মুরিলো, আরমেরো, কুয়াদ্রাদো, সানচেজ, ভ্যালেন্সিয়া, জেমন রদ্রিগেজ, রাদামেল ফ্যালকাও এবং তিয়ো।
কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে কলম্বিয়া। খেলার ৩৬ মিনিটে কুয়াদরাদোর ফ্রি-কিকে সেট পিস থেকে গোল করে দলকে লিড এনে দেন ২২ নম্বর জার্সি পরিহিত মুরিল্লো।
এরআগে সকাল ৬টায় চিলির এস্তাদিও মনুমেন্টাল ডেভিড আরেলানো সান্থিয়াগো মাঠে শুরু হয় এ ম্যাচ। কোপায় নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ২-১ গোলে জয় পায় নেইমাররা। তবে প্রথম ম্যাচে দুর্বল ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে হেরে যায় কলম্বিয়া।