মোঃ আবদুল হক রেনু :
শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী চুনারুঘাট উপজেলাধীন ছনাও গ্রামে দুইটি দুধের গাভী ও একটি বাচুরসহ ৩টি গরু চুরেরা চুরি করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের ছনাও গ্রামে।
এব্যাপারে আলাপকালে ওই গ্রামের চুরি যাওয়া গরুর মালিক মোঃটিপু মিয়া জানান,গত বুধবার গভীর রাতে চুরেরা গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুইটি দুধের গাভী ও একটি ষাড় বাচুর চুরি করে নিয়ে যায়।
সকালে পরিবারের লোকজন ঘুম জেগে উঠে গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা দেখতে পেয়ে চমকে উঠেন। পরে আমি সহ পরিবারের লোকজন গাভী দুটি ও বাচুর দেখতে না পেয়ে হতাশাগ্রস্হ হয়ে পড়ি।
অনেক খোঁজাখুজি করলেও গাভী ও বাচুরের সন্ধান পাওয়া যায়নি।চুরি যাওয়া গরুর মূল্য দেড় লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান। এ ঘটনায় ওই এলাকায় চুর আতংক বিরাজ করছে।