এফ এম খন্দকার মায়া,চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পৌর শহরে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর )দুপুরে পৌরসভার কাঁচাবাজার সহ বিভিন্ন সড়ক ও মার্কেটে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা।সার্বিকভাবে সহযোগিতায় ছিল থানা পুলিশের একটি টিম।
চুনারুঘাট উপজেলার পৌরসভায় ভোক্তা অধিকার আইনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,পন্যদ্রব্য মূল্য বোর্ড,মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কারনে ২টি মামলায় কাশফুল এর মালিক সৈয়দ ফজলু দুই হাজার ও খায়ের হোটেলের খায়ের মিয়া কে দু হাজার পাঁচশত টাকা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর ৫৩ এবং ৩৮ ধারায় মোট চার হাজার পাঁচশত টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
এসময় সকল কে প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ার করে দেওয়া হয়।