বাহার উদ্দিন,লাখাই থেকে:
লাখাইয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী,হাতধোয়া প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্টিত।
মঙ্গলবার( ২৫ শে অক্টোবর) সকাল ১১টায় লাখাই উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি বর্নাঢ্য র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে লাখাই উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউ,এন ও) মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় অংশনেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হেনা মোস্তফা জামান,বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়,লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন,পজিব কর্মকর্তা কে এম শাহেদ, সাবেক হপবিস এর পরিচালক আব্দুল মতিন।
আলোচনা সভায় আরো উপস্থিতি ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর বিধান চন্দ্র সোম,লাখাই উপজেলা প্রকৌশলী শাকিল আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সি এ হৃদয় সূত্রধর সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। উক্ত সভায় জাতীয় স্যানিটেশনের উপর বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ দিবসের র্যালীতে অংশ গ্রহন করেন কালাউক উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী বৃন্দ।
র্যালী শেষে উপস্থিত সকলকে কি ভাবে পরিস্কার পরিছন্ন থাকতে হবে এবং কি ভাবে হাত পরিস্কার রাখতে হবে সে বিষয় প্রশিক্ষন দেন স্যানিটারী ইনন্সপেক্টর বিধান চন্দ্র সোম।