বানিয়াচং প্রতিনিধিঃ
বানিয়াচংয়ে জাতীয় সড়ক দিবস যথাযোগ্য পালন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২২ অক্টোবর) শনিবার সকাল ১০ টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালির আয়োজন করা হয়।
র্যালী পরবর্তীতে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্হানীয় সিএনজি,অটোরিকশা চালক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার(ভূমি) ইফফাত আরা জামান উর্মীর সঞ্চালনায় উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান,সাংবাদিক শাহ সুমন, নুরুল ইসলাম, দ্যা বাংলাদেশ এক্সপ্রেস পত্রিকা প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন,দুর্ঘটনাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। আমাদের প্রত্যেককে এ ব্যাপারে সচেতন থাকতে হবে। কেননা একটি দুর্ঘটনা মানুষের সারা জীবনের কান্না। নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে আমাদের সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি সিএনজি-অটোরিকশা চালকদের বেপরোয়া ভাবে গাড়ি না চালানোর আহ্বান জানান তিনি।