নিজস্ব প্রতিবেদক :
মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কালিকাপুর এলাকা থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে ধর্মঘর ইউনিয়নের সীমান্তের মেইন পিলার ১৯৯৫/২ এস হতে ১’শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা জব্দ করে বিজিবি’র সদস্যরা।
সরাইল ২৫ ব্যাটালিয়নের বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল ফেরদৌস কবির পিএসসি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ধর্মঘর বিওপি কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার আইয়ুব খান এর নেতৃত্বে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা জব্দ করে।
এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি। বিজিবি’র অভিযান টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।