বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন-২২ এর ৪ নম্বর ওয়ার্ড ( লাখাই) এ সদস্য পদের নির্বাচন সোমবার(১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে কালাউক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোট গ্রহন দুপুর ২ ঘটিকা পর্যন্ত চলে।
এ কেন্দ্রে ৮১ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
৫ জন ভোটার অনুপস্থিত থাকে।ভোট গ্রহন পরবর্তী ভোট গননায় প্রাপ্ত ফলাফল বিবরনী অনুযায়ী সদস্য প্রার্থী জাহিদুল ইসলাম রহিম( ঘুরি) প্রাপ্ত ভোট-০৪, ফারুক আহমেদ ( হাতি)-৩১ ভোট,জসিমউদদীন ( তালা) -৩২ ভোট এবং শফিউল আলম( টিউবওয়েলের) -০৮ ভোট পেয়েছে। ১ টি ভোট বাতিল হয়েছে।
কালাউক উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ডাঃ শাহাদাত হোসেন বেসরকারিভাবে জসিমউদদীন ( তালা) প্রতীক কে বিজয়ী ঘোষণা করেন।